আমার খুবই পছন্দ হয়েছে পত্রস্নান ইকো রিসোর্টটি।ওখানকার পরিবেশ এতো মনোরম যে মুহুর্তেই শহুরে সমস্ত যান্ত্রিকতা ভুলে সমস্ত দেহ মনে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে দেয়।সেবার মান ও অনেক ভালো এবং ওখানকার ম্যানেজার সাহেব খুবই আন্তরিক।আমার এতোই ভালো লেগেছে যে ছুটি পেলেই ওখানে আবার যাওয়ার ইচ্ছে করছি।
Rooms: 5
Date of Experience: 06/16/2022
Review Time: 06/16/2022 10:29 PM