আমি উচ্চ মাধ্যমিকের একজন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা শুরু হওয়ায় এম রাজশাহী, চট্টগ্রাম, খুলনা যেতে হয়েছে। তো এর আগে কোনদিন অভিজ্ঞতা না থাকায় বিভিন্ন রুটে বাস ঠিক করতে কিছুটা সমস্যা হয়েছে। কিন্তু চট্টগ্রাময় আসা যাওয়ার সময় শ্যামলী বাসের সার্ভিস খুবই ভালো ছিল। আবার রাজশাহী যাওয়ার সময় গ্রামীণ বাস দিয়ে গিয়েছি সেটাও ভালো ছিল। কিন্তু আসার সময় অন্য কোনো বাস না পাওয়ার কারণে হানিফ এর টিকিট কাটতে হয় এবং আসার সময় অংক ভোগান্তি পোহাতে হয়েছে। যেমন ঢাকা আসার সময় হানিফ মির্জাপুর দিয়ে না ঢুকে দান দিকে একটা বাইপাস দিয়ে মনে হয় বালিয়া দিয়ে ঢুকেছিল এবং একটা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সেই ছোট রাস্তায় যেই স্পিডে গাড়ি চালাচ্ছিল তার জন্য আবার আমাদের এক্সিডেন্ট হয় যেতো। তার ওপরে বাস গুলো খুবই পুরোনো। তাই সবাই কে বলব হানিফ এন্টারপ্রাইজ এর বাস এড়িয়ে চলুন
Get the best experience with Kemon app!