ফরিদপুর থেকে ঢাকা, ঢাকা থেকে ফরিদপুর,যাওয়া-আসা করার একমাত্র নির্ভরযোগ্য পরিবহন, গোল্ডেন লাইন পরিবহন। পরিবেশ অনেক সুন্দর তবে ভাড়াটা একটু বেশি। অনন্য পরিবহনের তুলনায়।
ঢাকা টু ফরিদপুর এবং ফরিদপুর টু ঢাকা প্রতি মাসেই ২-৩ ট্রিপ নেওয়া হয়। একটা ভালো পরিবহনের যা যা গুন থাকা দরকার সবই গোল্ডেন লাইনের আছে। সময় মত ছাড়া, কাউন্টার ছাড়া যাত্রী না উঠানো, ভালো যাত্রীসেবা, পরিষ্কার পরিছন্ন বাস এবং কাউন্টার, স্পিডলক সবই ভালো।