BD Tour International Ltd
0 reviews
0.0
Ratings Statistics
0%
0%
0%
0%
0%

BD Tour International Ltd Reviews and Rating

Filter By
Details

পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে অবদান রাখার প্রত্যয় নিয়ে ২০১৪ সালে এক ঝাঁক তরুণ উদ্ধোক্তার সমন্বয়ে বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি: কোম্পানী  যাত্রা শুরু করে।

পর্যটন শিল্প ইতোমধ্যে বিশ্বব্যাপী একক বৃহত্তম শিল্প হিসাবে অত্মপ্রকাশ করেছে। পর্যটন ক্ষেত্রে বাংলাদেশ অসীম সম্ভবনাময় একটি দেশ। আমাদের রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য, হাজার বছরের প্রাচীন পুরাকৃতি, বিশ্ব ঐতিহ্য, ঐতিহাসিক প্রত্মতাত্ত্বিক নিদর্শন, জাতিগত বৈচিত্র্য, বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন-শিল্প ঐতিহ্য সুন্দরবন, জীব বৈচিত্র্য, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সবুজ পাহাড় ঘেরা পার্বত্য অঞ্চল, বিভিন্ন নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনযাত্রা। বাংলাদেশ তার উষ্ণ অথিতিয়তা, ঐতিহ্যবাহী শিল্পকলা ও সংস্কৃতির জন্য বিশ্ব ব্যাপী সুপরিচিত। এ সকল পর্যটন সম্ভবনাকে দেশী বিদেশী পর্যটকদের কাছে আকর্ষণীভাবে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে  বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি: কোম্পানীর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পর্যটন শিল্পের আকাশ ছোঁয়া সম্ভাবনাকে সামনে নিয়ে, পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গিকার দিয়ে আমরাই একমাত্র কোম্পানী যারা কিনা বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলোতে নিজস্ব হোটেল/রিসোর্ট/ট্রান্সপোর্ট সার্ভিস/রেষ্টুরেন্ট/কটেজ উন্নয়ন করার অঙ্গিকার নিয়ে কাজ করছে।

দেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পেকে অন্যতম আর্থিক খাত হিসাবে গড়ে তুলতে এর সর্বক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি প্রয়োগের উপর গুরুত্বরোপ করে দেশী, বিদেশী পর্যটকদের নিকট বাংলাদেশ সম্পর্কে তথ্য উপাত্ত পৌছে দিতে ইতোমধ্যে আমরা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছি।

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।

Contact Details
01872-604010
53, Baitul Abed (11 floor) Office #1103, Purana Paltan, Paltan-Model, Dhaka, Dhaka
Header Text 02:07 AM
Hello, world! This is a toast message.