ক্ষমতার জন্য হাহাকারই আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর একমাত্র পরিচয়। দেশের জন্য কোনো ইতিবাচক চিন্তা, পরিকল্পনা বা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নেই আছে শুধু ক্ষমতা দখলের চেষ্টা।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে, BNP ভাবল বুঝি এখনই সুযোগ ক্ষমতা বুঝি ওদের পকেটে চলে এসেছে। সাথে সাথে শুরু হয়ে গেল চাঁদাবাজির মহোৎসব, টেন্ডারবাজির নাটক আর দখলবাজির জোয়ার। দেশের মানুষ কী চায়, অর্থনীতি কোথায় যাচ্ছে, আইন-শৃঙ্খলা কোন অবস্থায় এসব নিয়ে তাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর এ দলটি নিজেদের দুঃশাসনের ইতিহাস ভুলে গেছে কি না জানি না, কিন্তু জনগণ ভুলে যায়নি দুর্নীতির রেকর্ড, ব্যাংক লুট, বিচার বিভাগে হস্তক্ষেপ, আর লুটপাটের সেই বেদনাদায়ক দিনগুলো।
এখন তারা আবার মাঠে নেমেছে ‘নতুন রূপে পুরনো ধোঁকা’ নিয়ে। কিন্তু দেশবাসী জানে, BNP মানেই পিছিয়ে পড়া, অন্ধকার ভবিষ্যৎ, আর জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া।
এ দলটিকে নতুন করে বিশ্বাস করার মতো কিছু নেই। বরং সময় এসেছে জনগণকে আরও সতর্ক হয়ে এদের সকল ষড়যন্ত্র প্রতিহত করার।
Bangladesh Nationalist Party (BNP) is one of the major political parties in Bangladesh, founded in 1978 by President Ziaur Rahman. The party advocates for national sovereignty, economic growth, and democratic governance. With a strong support base across the country, BNP has played a significant role in shaping the nation's political direction through various electoral victories and leadership initiatives. Committed to ensuring the rights of citizens and strengthening democratic institutions, the BNP continues to be a key voice in Bangladesh’s political arena.
Get the best experience with Kemon app!