নজরুল স্মৃতিকেন্দ্র ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত একটি জাদুঘর।
ত্রিশালের দুইটি স্থানে নজরুল স্মৃতিকেন্দ্র গড়ে তোলা হয়েছে। একটির অবস্থান ত্রিশালের বইলর ইউনিয়নের কাজীর শিমলা গ্রামের দারোগা বাড়িতে, অন্যটির অবস্থান ত্রিশালের নামাপাড়া'র বিচুতিয়া বেপারী বাড়িতে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল স্মৃতিকেন্দ্র দুটি প্রতিষ্ঠিত হয়।
Get the best experience with Kemon app!