প্রকৃতির ছোঁয়ায় বেড়ে উঠেছে কেয়া গাছ । সারি সারি নারিকেল ও সুপারি বাগানে ঘেরা, প্রবালের উপর বিস্তৃত এক দ্বীপ “ সেন্টমার্টিন ” । আটলান্টিক রিসাের্ট এর নিজস্ব বেষ্টনিতে সমুদ্রের পাড়ে বসে দেখতে পাবেন , জেলেদের টানান জালে রূপালী মাছের ঝিলিক , জীবন্ত প্রবাল শৈবাল , সামদ্রিক মাছ বালু চরে হেঁটে বেড়ানাে কাঁকড়ার ঝক সমুদ্রের বুকে বুকে মিলিয়ে উড়ে বেড়ানাে পাখি স্বচ্ছ নীল জলের মাতােয়ারা ঢেউ অসম্ভব নির্জনতায় তারার ঝিকিমিকি, রাতের নিস্তব্দতায় শুধুমাত্র সাগরের গর্জন সাগর পাড়ে বসে , আকাশ ভরা চাঁদের আলােয় হেঁটে বা ভঁৰুতে শুয়ে প্রকৃতির এই সৌন্দর্য্য উপভােগ করুন ।
Get the best experience with Kemon app!